DASHBARI
everyone is for everyone
Hey there, This is the simple website of Dashbari. This website will gives you a good concept about the people and events in dasbari. Here are almost all type of information in Dashbari. Also included our photos and videos. Visit and explore everything in dasbari.
All of Content created, only for dashbari people
Hiiy buddy, I'm Antor Das. Founder and Editor of this website. I'm studying Diploma-In-Engineering at Magura Govt Polytechnic Institute, Magura. (CMT Department, 6th semester); I created this website at the end of 2018. Then, after the beginning, the website was not continued to continue the pressure of different reasons and my studies. Now the website is almost completed. You can visit out.
মৃত শ্রী রামগোপাল দাস
[1925 - 2003]
দাদু, যিনি আমার ছোটো বেলার একজন অন্যতম খেলার সঙ্গী। তার কাছে আমাদের ভালবাসা, স্নেহ-মমতার কোনো কমতি ছিল না। আসলে ভাল মানুষগুলো তো পৃথিবীতে বেশিদিন থাকে না। ১৯৯৩ সালের দিকে দাদু'র একটি বড় ধরেনের রোগ হয়, তারপর বাংলাদেশ থেকে জেঠুমনি, কাকা ,বাবারা বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা করান, কিন্তু ... কোনো ফল না পাওয়ায় দাদুকে "ভারত" নিয়ে যাওয়া হয়। তারপর তিনি মোটামুটি সুস্থ হন। তারপরে দাদু আমাদের মাঝে আরও কিছু বছর ছিলেন। তারপর ২০০৩ সালে একদিন সৃষ্টিকর্তা আমাদের কাছ থেকে দাদুকে তার কাছে ডেকে নেন। আমার[অন্তর] তখন বয়স ছিল ৩ বছর। দাদু আমাকে বেশিদিন সময় দিতে পারেন নি। যাহোক, তিনি সৃষ্টিকর্তার কাছে গিয়ে স্বর্গবাসি হোক । ঈশ্বরের কাছে এটাই আমাদের প্রার্থনা।
রেণুবালা দাস
জন্মঃ ১৭ই আগস্ট, ১৯৪৭ ইং
অভিলাষ দাস এর একমাত্র পুত্রবধু রামগোপাল দাস এর স্ত্রী।
ঠাকুমা সবসময় সকলের ভাল চেয়েছেন এবং ভাল করার চেষ্টা করে এসেছেন। ঠাকুমা তার বিবাহের পর থেকে এই বাড়ি ও বাড়ির মানুষগুলোর জন্য
অনেক কষ্ট করেছেন। তিনি কোনো স্বার্থের চিন্তা না
করেই সকলের মঙ্গল কামনায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। তিনি সকলের
...
একজন প্রিয় ব্যক্তিত্ত। আসলে ঠাকুমা মানুষটা অনেক ভাল এবং তার মনটাও।
দাদু ও ঠাকুমার দুইটি মেয়ে অর্থাৎ আমাদের দুটি পিসিমণি আছে।
১. ঝুমা দাস
আমাদের বড় পিসি। তিনি তার বিবাহের কয়েক বছর পর একটি কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা যান।
২. সুচিত্রা দাস
আমাদের ছোট পিসি। ছোট পিসির ঝিনাইদহ জেলার,লৌহজাঙ্গা গ্রামে
বিবাহ হয়। আমাদের পিসে'র নাম শ্রী কার্ত্তিক বিশ্বাস। তাদের একটি ও
একমাত্র ছেলে আছে, যার নাম মাণিক বিশ্বাস।
জগদীশ দাস
জন্মঃ ১৫ই আগস্ট, ১৯৬৪ ইং
রামগোপাল দাস এর বড় ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী(মুদি দোকানি)। তিনি বাড়ির সকলকে অনেক ভালবাসেন, বাড়ির ছোটদেরকে সবচেয়ে বেশি স্নেহ করেন। তার একটি ছেলে ও একটি মেয়ে আছে। যাদের নাম যথাক্রমে জনি দাস ও সম্পা দাস।
শিখা দাস
জন্মঃ ১৫ই আগস্ট, ১৯৭১ ইং
রামগোপাল দাস এর বড়বৌমা, জগদীশ দাস এর স্ত্রী। সে একজন গৃহিনী।
অলোক দাস
জন্মঃ ১০ই মে, ১৯৭২ ইং
রামগোপাল দাস এর মেজো ছেলে। আমার বাবা পেশায় একজন গাড়িচালক(ইঞ্জিনচালিত তিন চাকার যান)। তিনি প্রায় দশ বছর যাবত এই পেশাই নিযুক্ত আছেন। আমার সকল সাফল্যের কারিগর আমার বাবা। তিনি একটু রাগী কিন্তু অসাধারণ একজন মানুষ। তিনি তার সামর্থ্যের থেকেও বেশি ভালবাসেন।
শান্তনা দাস
জন্মঃ ০৫ই মে, ১৯৮২ ইং
রামগোপাল দাস এর মেজো বৌমা ও অলোক দাস এর স্ত্রী। আমার মা একজন গৃহিণী।
অসীম দাস
জন্মঃ ০৮ই অক্টোবর, ১৯৫৪ ইং
রামগোপাল দাস এর সেজো ছেলে। কাকা পেশায় একজন দক্ষ গাড়িচালক(বাস)। সে প্রায় ১২ বছর যাবত এই পেশার সাথে আছে। কাকা প্রথম অবস্থায় পরিবহন চালাত। প্রথমে দুরন্ত পরিবহন, তারপর এন.আর(N.R)বাস এজেন্সী এর এন.আর নামক পরিবহন চালাতেন এবং সম্প্রতি তিনি সার্বিক গ্রূপের একটি সাধারণ পরিবহন চালান। সেজো কাকার একটি ছেলে আছে, যার নাম দিব্যেন্দু দাস(অরিত্র)।
রত্না দাস
জন্মঃ ০৮ই অক্টোবর, ১৯৫৪ ইং
রামগোপাল দাস এর সেজো বৌমা ও অসীম দাস এর স্ত্রী। তিনি (স্ক্যান হসপিটাল এন্ড ডায়গনস্টিক সেন্টার, যশোর এ নার্সিংয়ে পদে চাকরি করেন এবং তাছাড়াও সে একজন গৃহিণী।
বিক্রমজীৎ দাস
জন্মঃ ০৭ই নভেম্বর, ১৯৮১ ইং
রামগোপাল দাস এর ছোট ছেলে। কাকা পেশায় একজন সার্ভিস ম্যান। কাকা মাঝারি ধরনের কিছু মুদি দোকানে দোকানের দ্রব্যাদি সরবরাহ করেন। কাকার একটি ছেলে আছে, ভাই'র নাম পার্থ দাস।
পবিত্রা দাস
জন্মঃ ০৮ই অক্টোবর, ১৯৫৪ ইং
রামগোপাল দাস এর ছোট বৌমা ও বিক্রমজীত দাস এর স্ত্রী। তিনি একজন গৃহিণী।
জনি দাস
জন্মঃ ০৮ই অক্টোবর, ১৯৫৪ ইং
জগদীশ দাস এর একমাত্র ছেলে। জনি দাস IST(Institute of Science and Technology)ধানমন্ডি, ঢাকা থেকে কম্পিউটার সায়েন্স বিষয়ের উপর ইঞ্জিয়ারিং শেষ করেছ। পড়াশুনা শেষে বিবাহ করে তারা তাদের কর্মজীবনে ব্যস্ত। তার স্ত্রী'র নাম জয়া বসু। ০৫ই মে, ২০১৯ তারিখে তাদের বিবাহ সম্পন্ন হয়েছিল।
জয়া দাস
জন্মঃ ০৮ই অক্টোবর, ১৯৫৪ ইং
জগদীশ দাস এর একমাত্র পুত্রবধু ও জনি দাস এর স্ত্রী। সে একজন গৃহিনী।
সম্পা দাস
জন্মঃ ০৮ই অক্টোবর, ১৯৫৪ ইং
জগদীশ দাস এর একমাত্র মেয়ে।
অন্তর দাস
জন্মঃ ০৮ই আগস্ট, ২০০১ ইং
আমি স্বয়ং
অলোক দাস ও শান্তনা দাস এর বড় ছেলে। আমরা দুই ভাই। অন্তর দাস (আমি) এবং অয়ন দাস। আমি MPI (Magura Govt. Polytechnic Institute) , Magura তে CMT(Computer Technology) বিভাগে Diploma-in-Engineering গ্র্যাজুয়েট করছি একজন CSE ইঞ্জিয়ার হওয়ার উদ্দেশ্যে।
“ We Are The People of Dashbari ”